জন্মের পর নবজাতকদের পরিচর্যা বিষয়ে লক্ষ্মীপুরের রায়পুরে একদিনের প্রশিক্ষণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচী চলে। উপজেলার বেসরকারি হাসপাতালগুলোতে কর্মরত ২২ জন সেবিকা ও ২০ জন আয়া এতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাহারুল আলম, লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ মোহাম্মদ মোরশেদ আলম হিরু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ মোঃ নাসিরুজ্জামান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ কবির।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (এমও) ইয়াসিন মাহমুদ বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম ও আমার ব্যক্তিগত উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ইনসেপ্টা ফার্মাসিওটিক্যাল কোম্পানী আমাদের এ আয়োজনে সহযোগিতা করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, আমাদের উপজেলায় প্রতিমাসে প্রায় ৩০০ গর্ভবতী নারী অস্ত্রোপচারের মাধ্যমে (সিজারিয়ান পদ্ধতিতে) মা হন। এর মধ্যে প্রায় আড়াইশ’ রোগী যান বেসরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালে সেবিকা ও আয়াদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বেসরকারিতে কর্মরত সেবিকা ও আয়াদের সেই সুযোগ সীমিত। এজন্য নবজাতকের সঠিক পরিচর্যায় সেবিকা ও আয়াদের প্রশিক্ষণ থাকা জরুরি। সেই চিন্তা থেকেই আমাদের এই আয়োজন। এ প্রশিক্ষণে উপজেলার বেসরকারি হাসপাতালগুলোর ২২ জন সেবিকা ও ২০ জন আয়া অংশগ্রহণ করেন।