ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় কমিশনার কামরুল হাসান যোগদান ও বিদায়ী বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমানের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিদায়ী বিভাগীয় কমিশনার জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। নবাগত বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ময়মনসিংহ বিভাগের চতুর্থ বিভাগীয় কমিশনার হিসেবে যোগদান করলেন।