স্টাফ রিপোর্টার : চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী আড়াই মাস যাবৎ গুরুতর অসুস্থ হয়ে চাঁদপুর শহরের নাজিরপাড়াস্থ নিজ বাসায় দিন কাটাচ্ছেন।
দীঘদিন যাবৎ কিডনি, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত তিনি। তার শারীরিক অবস্থার কখনও উন্নতি আবার কখনও অবনতি ঘটছে। তার দুটি কিডনিই এখন অকেজো। ঠিকমতো খেতে পারছেন না। নড়া-চড়াও অনেকটা বন্ধ। শুয়ে-বসে দিন কাটাচ্ছেন তিনি। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়া প্রয়োজন। সেখানে কিডনি প্রতিস্থাপন করতে হবে।
এ জন্য কমপক্ষে ৩৫ লক্ষাধিক টাকার প্রয়োজন। তার পরিবার উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সোমবার সাংবাদিক ইকরাম চৌধুরীর ছেলে মো আবরার চৌধুরী ও মেয়ে ইসরাত জাহান চৌধুরী, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার পিতার জীবন বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন।