পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ মর্ডান ল্যাংগুয়েজেস থেকে ফ্রেঞ্চ ল্যাংগুয়েজ এর উপর ডিপ্লোমা করেছেন। প্রস্তুতি নিচ্ছেন বিসিএস এর জন্য। কারণ তার স্বপ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডার হওয়া।
পড়াশোনার পাশাপাশি শখের বশে মডেলিং করেন। অংশ নেন বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুটে। অঞ্জন’স, কে-ক্রাফট, সাদাকালো, মেঘ,নিপুণ এবং বেশকিছু অনলাইন পেইজেরই শ্যুটে মডেল হয়েছেন।
কাজ করেছেন দুটি বিজ্ঞাপনেও। মোস্তফা সরওয়ার ফারুকীর ‘রুচি বারবিকিউ’ এবং অনন্য মামুনের ‘হালট্রিপ’র বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন তিনি।
স্বপ্ন একটাই বিসিএস ক্যাডার হওয়া। পাশাপাশি ভবিষ্যতে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চান। শুধু তাই নয়, ভবিষ্যতে প্রযোজক হিসেবে কাজ করার ইচ্ছা রয়েছে।