নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিকের পরিবারসহ এই মহামারীকালে বেতন না পেয়ে অর্থ কষ্টে থাকা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।
প্রাণ হারানো তিন সাংবাদিকের পরিবারের হাতে দুই লাখ টাকা করে আর্থিক অনুদান ও ঈদ উপহার প্রদান করেন তিনি। এছাড়াও প্রায় পাঁচ শতাধিক সাংবাদিক পরিবারকে খাদ্য সামগ্রী শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন পুলিশের মহাপরিদর্শক।
দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর হুমায়ুন কবীর খোকন, একই পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক আসলাম রহমানের পরিবারের কাছে আর্থিক অনুদানের টাকা তুলে দেয়া হয়।
করোনা মহামারী মোকাবেলায় ডাক্তার ও নার্সদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বাংলাদেশ পুলিশ। শুধু তাই নয়, রোগীদের সেবা, পরিবহন ও নিরাপত্তা প্রদানের পাশাপাশি করোনায় অসহায় হয়ে পড়া মানুষদের সহায়তায়ও এগিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ।
অন্যদিকে ডাক্তার, নার্স ও পুলিশের সম্মেলিত প্রচেষ্টায় করোনা মোকাবেলার চিত্র মানুষের সামনে তুলে দিতে মাঠে কাজ করে যাচ্ছে সাংবাদিকরা। পরস্পর পরস্পরকে সহায়তার মাধ্যমে দেশের এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় সকলে এগিয়ে আসছে।