1. admin@mail.com : admin :
  2. uqrnadmin@lakshmipurmail24.com : :
  3. dipu3700@gmail.com : dipu :
  4. rywdadmin@lakshmipurmail24.com : :
  5. lx@cb.com : lakshmipurmail :
  6. blraadmin@lakshmipurmail24.com : Lakshmipurmail24 : Lakshmipurmail24
  7. minto.raipur@gmail.com : Mahbubul Alam : Mahbubul Alam
  8. hepaadmin@lakshmipurmail24.com : :
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কথক নৃত্যে সারাদেশের সেরা দশে রায়পুরের সম্পূর্ণা কুরী ট্রাফিক আইন মানাতে রায়পুরে পুলিশের লিফলেট বিতরণ নবজাতকের পরিচর্যায় রায়পুরে সেবিকা ও আয়াদের প্রশিক্ষণ লক্ষ্মীপুরে আইনজীবির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার রায়পুরে আওয়ামী লীগের নতুন কমিটিতে উৎফুল্ল কর্মীরা, আতঙ্কে বিএনপি-জামায়াত রামগঞ্জে আদালতের স্থিতিবস্থার আদেশ থাকা জমিতে পৌরসভার মার্কেট নির্মাণ রায়পুরে ইউএনও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ রায়পুরে ৩ স্বাস্থ্যকর্মীকে প্রত্যাহার, দু’টি তদন্ত কমিটি গঠন রায়পুরে টাকা নিয়ে টিকার নিবন্ধন করছেন স্বাস্থ্য সহকারী রায়পুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

স্বাস্থ্যবিধি মেনে বসছে দেশের বৃহত্তম আমের বাজার

লক্ষ্মীপুরমেইল টুয়েন্টিফোরর ডটকম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০ | সময়: ০৬:১৫ pm
  • ৪৪৮ জন দেখেছেন

বাংলাদেশের বৃহৎ কানসাট আমবাজার উদ্বোধনের মধ্য দিয়ে জমে উঠছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আম বাজারগুলো। প্রথম দিনে হিমসাগর ও গোপালভোগ আম পাড়া হয়। পর্যায়ক্রমে অন্য আম বাজারে নামানো হবে। এছাড়াও জেলার অন্যতম আমবাজার সদরঘাট, তহাবাজার, গোমস্তাপুর, রহনপুর ও ভোলাহাট আমবাজারেও আম বেচাকেনা শুরু হয়েছে মঙ্গলবার থেকে।

চাঁপাইনবাবগঞ্জে বড় আমবাজার কানসাট আমবাজারের উদ্বোধন করা হয় মঙ্গলবার দুপুরে। আমচাষিরা বলছেন, আজ আনুষ্ঠানিকভাবে আম বাজারজাত উদ্বোধন করা হলেও আগামীকাল থেকে কানসাট আম বাজারে আম বেচাকেনা শুরু হবে। তারা আরো বলেন, স্বাস্থবিধি মেনেই আম বাজারে আম বেচাকেনা করা হবে।

এসময় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল বলেন, স্বাস্থ্যবিধি মেনে আম বাজারজাত ও কেমিক্যালমুক্ত আম ভোক্তাদের কাছে পৌঁছানো হবে সারাদেশে। নিরাপদ আম সরবরাহ করতে সরকারের পক্ষ হতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন,করোনা ভাইরাস হতে মুক্ত থাকতে শ্রমিকসহ আমের সঙ্গে জড়িত সবাইকে মাস্ক, পিপিই ও হ্যান্ডগ্লাবস সরবরাহ করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার শিমুল আকতার জানান, দেশের বিভিন্ন স্থান হতে আসা আম ব্যাপারী ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে থাকার ব্যবস্থা করা হয়েছে। কানসাট এবং শিবগঞ্জ বাজারে একাধিক আবাসিক হোটেল নির্ধারণ করা হয়েছে। তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে জন্য প্রশাসনিকভাবে সব প্রস্ততি গ্রহণ করা হয়েছে।

এদিকে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার এসএম আমিনুজ্জামান জানান, মৌসুমি আম উৎপাদন কমিয়ে বারমাসি আম উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ হওয়ার অনুরোধ করেন উপজেলা কৃষি কর্মকতা এস এম আমিনুজ্জামান। তিনি বলেন, এখন প্রচুর পরিমানে বারমাসি আমের চারা পাওয়া যাচ্ছে। ফল যেহেতু সারা বছর প্রয়োজন সে ক্ষেত্রে বারমাসি আমের ভালো দাম পাওয়া যাবে।

কানসাট আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক উমর ফারুক টিপু জানান, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় প্যাকেটজাত করার ঘোষণা দেয়া হয়েছে কানসাট আম আড়ৎদার সমিতির পক্ষ হতে। প্রতিটি আড়তের প্রবেশ মুখে বসানো হচ্ছে হাত ধোয়ার বেশিন।

সংশ্লিষ্টদের তথ্যমতে, বিগত বছরগুলোতে শুধু কানসাট বাজারে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার আম বেচা-কেনা হলেও চলতি মৌসুমে কিছুটা কম বেচাকেনা হবে বলে মনে করছেন আম ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ :

tools, webmaster icon কারিগরি সহযোগিতায় : মো: নজরুল ইসলাম দিপু, মোবাইল: 01737072303

কারিগরি সহযোগিতায়:লক্ষ্মীপুর ওয়েব সলুয়েশন