ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুরে বালুভর্তি পিকআপভ্যানের চাপায় মো. নাঈম (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ইলির গোজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাঈমের মৃত্যুতে তাৎক্ষণিক এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়ে তার আত্মীয়-স্বজনরা।
নিহত নাঈম উপজেলার টুমচর গ্রামের আবুদাবি প্রবাসী জয়নাল আবদিনের ছেলে ও লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সদর উপজেলার মজুচৌধুরীর হাট থেকে বালুভর্তি একটি পিকআপভ্যান (লক্ষ্মীপুর-শ, ১১-০০২০) ঘটনাস্থলে এসে পথচারী শিশুকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা চালককে ও পিকআপটি আটক করে পুলিশে সোপর্দ করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, চালক ও পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।