ডেস্ক রিপোর্ট: বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ করেছে ছাত্রদল। মঙ্গলবার (২ জুন) বিকেল ৩ টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজের অভ্যন্তরীণ সড়কের পাশে একটি গাছের চারা রোপণ করা হয়। এরআগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বৃক্ষরোপণ করেছে ছাত্রদল।
জানা গেছে, করোনার সংক্রমণরোধে শুরু থেকেই কলেজ এলাকা পুরোপুরি লকডাউন রয়েছে। কোন মানুষ যেন কলেজ এলাকায় প্রবেশ করতে না পারে সেজন্য রয়েছে কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তা। ক্যাম্পাসটি পুরোই জনশূন্য। লক্ষ্মীপুরের কোথাও লকডাউনের এমন চিত্র দেখা যায়নি।
বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল খালেদ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভি ও সাংগঠনিক সম্পাদক শাওন হোসেন প্রমুখ।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল খালেদ বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরপ্রেক্ষিতে কলেজের ছাত্র প্রতিনিধি হিসেবে নিজ দায়িত্ব থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছি।